ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাঁঠালবাড়ী ঘাটে তলা ফেটে লঞ্চ বিকল, যাত্রী উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২২:৫৮, ২৭ সেপ্টেম্বর ২০২০
কাঁঠালবাড়ী ঘাটে তলা ফেটে লঞ্চ বিকল, যাত্রী উদ্ধার

ফাইল ফটো

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ঘাটের পদ্মাসেতুর চ্যানেলমুখে একটি লঞ্চের তলা ফেটে বিকল হয়ে যায়। পরে আরেকটি লঞ্চের সাহায্যে শ্রেষ্ঠ-২ নামের ওই লঞ্চ থেকে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন জানান, সন্ধ্যার পর শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে লঞ্চটি কাঁঠালবাড়ীর উদ্দেশে রওনা দেয়। পদ্মাসেতুর চ্যানেলমুখে প্রবেশের সময় ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। পরে সেটি চরে নোঙ্গর করা হয়।  

তিনি জানান, পরে লঞ্চের যাত্রীদের উদ্ধার করতে কাঁঠালবাড়ী ঘাট থেকে অন্য একটি লঞ্চ পাঠানো হয়। সেই লঞ্চে করে সকল যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।
 

বেলাল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়