ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জামালপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

জামালপুর সংবাদতদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৮:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২০
জামালপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

জামালপুরে রিকশাচালক রাসেল হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলো—জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্ব শশারিয়া বাড়ি গ্রামের বুদুর ছেলে ভুট্টু (৩০) ও খালেক (৪৫)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো—ওই গ্রামের শামসুল হকের ছেলে ছামিউল (৩০), লাল মিয়ার ছেলে জহিরুল (৩০), মৃত গাদুর ছেলে রশিদ (৪৫), কাশি (৫০) ও বাবুল (২৫), মৃত ছাইর উদ্দিনের ছেলে ফুলু মিয়া (৩০) ও শাহাদুল্যার ছেলে বিদ্যুৎ (২৫)।

২০০৭ সালে ঈদুর আজহার দিন রাসেল বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ওই দিন রাসেল তার রিকশা বিক্রি করে জুয়া খেলেন। জুয়ায় রিকশা বিক্রির সব টাকা ও মোবাইল ফোন হাতছাড়া হয়। জুয়ায় হেরে গেলে উল্লিখিত ব্যক্তিদের সঙ্গে রাসেলের ঝগড়া হয়। ২০০৭ সালের ২৬ ডিসেম্বর পুনরায় তাদের মধ্যে ঝগড়া হয়। এর পরের দিন রাতে রাসেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে তারা। পরদিন সকালে আখ খেত থেকে রাসেলের লাশ উদ্ধার করে পুলিশ।

জামালপুর/সেলিম/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়