ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুন্দরবনে মাছ শিকারের অভিযোগে ৫ জেলে গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২৮ সেপ্টেম্বর ২০২০  
সুন্দরবনে মাছ শিকারের অভিযোগে ৫ জেলে গ্রেপ্তার

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে দুটি মাছ ধরা নৌকাসহ পাঁচ জেলেকে গ্রেপ্তার করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গহীন সুন্দরবনের নোটাবেকি অভয়ারণ্য এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জেলেরা হলেন— শ্যামনগরের সোনা খালী গ্রামের আকবার আলীর ছেলে আনছার আলী, আকরাম গাজী বংশীপুরের মমিন গাজীর ছেলে আজগার গাজী, সোনাখালীর সামসুর গাজীর ছেলে আলমগীর ও আফসার আলীর ছেলে জামাল হোসেন। অন‌্য একজনের পরিচয় জানা যায়নি।

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের র্কমর্কতা সুলতান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা পাঁচ জেলেকে গ্রেপ্তার করেছে। আজ  দুপুরে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়