ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মানিকগঞ্জে টেকনোলজিস্টরাই করোনায় আক্রান্ত, নমুনা নেবে কে

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২১:১৩, ২৮ সেপ্টেম্বর ২০২০
মানিকগঞ্জে টেকনোলজিস্টরাই করোনায় আক্রান্ত, নমুনা নেবে কে

করোনাভাইরাসের নমুনা সংগ্রহে দায়িত্বরত দুজন মেডিক‌্যাল টেকনোলজিস্টই করোনা আক্রান্ত হওয়ায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে তিন দিন ধরে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। অবশ‌্য তিন দিন পর হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, পাশের উপজেলা শিবালয় থেকে মেডিক‌্যাল টেকনিশিয়ান এনে দ্রুত নমুনা সংগ্রহের কাজ শুরু করা হবে। 

মেডিক‌্যাল টেকেনোলজিস্ট মো.আব্দুস সালাম ও কাজী মুহাম্মদ ইউনুসসহ ল্যাবের আরও কয়েকজন করোনায়  আক্রান্ত হয়েছেন। 

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা জানান, ‘২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মেডিক‌্যাল টেকনোলজিস্ট মো.আব্দুস সালাম ১৯ সেপ্টেম্বর করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। ২১ সেপ্টেম্বরে পাওয়া ফলাফলে তার করোনা রির্পোট পজেটিভ আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিক‌্যাল টেকনোলজিস্ট কাজী মুহাম্মদ ইউনুস আলী ২৩ সেপ্টেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ২৫ সেপ্টেম্বরে পাওয়া প্রাপ্ত ফলাফলে তার করোনা পজেটিভ আসে। ফলে গত ৩ দিন ধরে জেলা হাসপাতালের ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।’

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তত্বাবধায়ক ডা.আরশ্বাদ উল্লাহ বলেন, ‘জেলা হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহকারী টেকশিয়ানসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। তবে দ্রুত শিবালয় থেকে একজন টেকনিশিয়ান এনে করোনার নমুনা সংগ্রহের কাজ শুরু হবে।’

চন্দন/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়