ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নেত্রকোনায় বৃষ্টিতে ২০ হাজার হেক্টর জমির আমন ধান পানির নিচে  

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ২৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:১১, ২৮ সেপ্টেম্বর ২০২০
নেত্রকোনায় বৃষ্টিতে ২০ হাজার হেক্টর জমির আমন ধান পানির নিচে  

কয়েক দিনের টানা বৃষ্টিতে নেত্রকোনার নদীগুলোর পানি বেড়েছে, একই সঙ্গে জেলার নিম্নাঞ্চল ডুবে গেছে। এতে সবকটি উপজেলার ২০ হাজার হেক্টর জমির রোপা আমন পানিতে তলিয়ে গেছে।

নেত্রকোনা কৃষি অফিস সূত্রে জানা যায়, আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত সদর উপজেলায় ৩৫০০ হেক্টর, বারহাট্টায় ৬০০০ হেক্টর, কলমাকান্দায় ২২০০ হেক্টর, মদন ১২২০ হেক্টর, মোহনগঞ্জে ২০০ হেক্টর, পূর্বধলায় ১১০০ হেক্টর, দুর্গাপুরে ৩৪২০ হেক্টর, কেন্দুয়ায় ৭০ হেক্টর, আটপাড়ায় ৬১৪ হেক্টর এবং খালিয়াজুরীতে ৮০ হেক্টর জমির রোপা আমন পানিতে তলিয়ে গেছে।

এদিকে সদর উপজেলা কেগাতী ইউনিয়নের অনেক কৃষকের সঙ্গে কথা বললে তারা জানান, কিছুদিন আগে বন্যার কারণে পানি সরতে দেরি হওয়ায় আমন আবাদ করতেও দেরি হয়েছে। এছাড়াও চড়া-দামে ধানের চারা কিনে জমিতে রোপণ করে আবাদ শুরু করেন কৃষকরা। ইতিমধ্যে কয়েক দিনের টানা বৃষ্টিতে পানি বৃদ্ধি পেয়ে রোপা আমন তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন অনেক কৃষক।

কৃষি অফিস সূত্রে জানা যায়, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ২০ হাজার ২০৪ হেক্টর রোপা আমন ফসল পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে জেলার ১০ উপজেলার ৪৬ হাজার ৭০০ জন কৃষক ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছেন। দ্রুত পানি সরে না গেলে জেলার বেশিরভাগ কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারেন।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান জানান, এ বছর জেলায় ১ লাখ ৩৪ হাজার হেক্টর জমিতে রোপা আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৩ হাজার হেক্টর অর্জিত হয়েছে। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে নেত্রকোনার সবকটি উপজেলায় ২০ হাজার ২০৪ হেক্টর জমিতে রোপা আমন পানিতে তলিয়ে গেছে। পানি দীর্ঘস্থায়ী হলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তবে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন এবং বিভিন্নভাবে তাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। 

দেবল চন্দ্র দাস/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়