ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অমানবিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ২৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৭:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০২০
অমানবিক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহাদেবপুর এলাকায় সাত বছরের শিশুর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাগানে কাজ করতে নিয়ে গিয়ে স্ত্রীর আগের ঘরের সন্তান সাইফুল ইসলাম তানিমের (৭) ওপর এই বর্বর নির্যাতন চালানো হয়। নির্যাতনে আহত শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সালাউদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পৌরসভার মহাদেবপুর চৌধুরীপাড়া এলাকায় নুরুল ইসলামের পুত্র সালাউদ্দিন পাঁচ বছর আগে তালাকপ্রাপ্ত ইয়াসমিন আক্তারকে (২৮) দ্বিতীয় বিয়ে করেন। ইয়াসমিন আক্তারের আগের সংসারে থাকা শিশু তানিমকে মেনে নিয়ে বিয়ে করলেও বিয়ের পর শিশুটিকে নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন সালাউদ্দিন।

তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে স্ত্রী ইয়াসমিনকে ফোন করে শিশুটিকে পাহাড়ের সবজি বাগানে ডেকে নিয়ে যান। ডাক পেয়ে তানিম সবজি বাগানে গেলে শিশুটিকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন। কান্না করতে করতে বাড়িতে এলে মা ইয়াসমিন আক্তার জামা খুলে তানিমের পিঠ, বুক, পেট, মাথা, চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পান। পরে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডা. নুরুউদ্দিন রাশেদ বলেন, ‘শিশুটিকে পিটিয়ে মারাত্মক জখম করা হয়েছে। পুরো শরীরে  আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলছে, তবে সুস্থ হতে সময় লাগবে।’

এদিকে ঘটনার পর খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির স্বীকারোক্তি নিয়ে সৎ বাবা সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। 

রেজাউল করিম/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়