ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি: আরও গ্রেপ্তার ৪

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৮:৫৮, ২৯ সেপ্টেম্বর ২০২০
কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি: আরও গ্রেপ্তার ৪

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি করে এক ব্যক্তির শতকোটি টাকার জমি হাতিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- খয়বার শেখ, রঙ্গিলা খাতুন, হারুন-অর-রশিদ ও হুর আলী। এর আগে একই মামলায় ৭ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সুজিত কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃত ৪ আসামির মধ্যে এজাহারভুক্ত দুই আসামি খয়বার শেখ ও রঙ্গিলা খাতুনকে আদালতে নেওয়া হয়েছে। তারা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিচ্ছেন।

উল্লেখ‌্য, গত ৩ সেপ্টেম্বর কুষ্টিয়া শহরের এনএস রোড এলাকার এমএমএ ওয়াদুদ নামে এক ব্যক্তির বিপুল টাকার সম্পদ জালিয়াতি করে একটি চক্র। পরে পুলিশ ১৮ জনকে আসামি করে একটি মামলা করে। গ্রেপ্তার হয় ৭ জন। গত ১৬ সেপ্টেম্বর মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।

কাঞ্চন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়