ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ডিআইজি অফিসের সামনে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ২৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:০৩, ১০ ডিসেম্বর ২০২০
ডিআইজি অফিসের সামনে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রাজশাহী মহানগরীতে ছুরিকাঘাতে আদর (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড়ে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) আফিসের সামনে  তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। 

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, কে বা কারা আদরকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখেছিল। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় রাতেই বাপ্পারাজ (২২) এবং দর্পন (৪৫) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। তাদের বাড়ি নগরীর ভেড়িপাড়া এলাকায়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি শাহাদাত হোসেন। 

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পুলিশ বক্সের এএসআই আব্দুল হান্নান জানিয়েছেন, ওই ব্যবসায়ীকে যখন হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়,  তখনও তিনি জীবিত ছিলেন। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিকভাবে ওয়ার্ডে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। 

এ ঘটনায় নিহত আদরের ভাই হান্নান বাদী হয়ে রাজপাড়া থানায় হত্যামামলা দায়ের করেছেন। 
 

তানজিমুল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়