ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নেত্রকোনায় খাল থেকে মৃগী রোগীর মরদেহ উদ্ধার   

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:০৯, ৩০ সেপ্টেম্বর ২০২০
নেত্রকোনায় খাল থেকে মৃগী রোগীর মরদেহ উদ্ধার   

নেত্রকোনার পূর্বধলায় খাল থেকে কামরুল ইসলাম নামে মৃগী রোগে আক্রান্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে একটি খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনে ছেলে।

পূর্বধলা অফিসার ইনচার্জ ওসি তাওহীদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত সোমবার রাতে সে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ধলা যাত্রাবাড়ি বাজারে গিয়ে আর বাড়ি ফেরেনি। দুই দিন পর আজ সকালে স্থানীয় লোকজন ধলা যাত্রাবাড়ি বাজারের পাশে ধান খালী খালে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তাদের ধারণা, মৃগী রোগের কারণেই খালের পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, নিহত কামরুল দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। বিকৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দেবল চন্দ্র দাস/সাজেদ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়