ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চট্টগ্রামে মা-ছেলে খুনের প্রধান আসামি ফারুক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ১ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:৪৭, ১ অক্টোবর ২০২০
চট্টগ্রামে মা-ছেলে খুনের প্রধান আসামি ফারুক গ্রেপ্তার

চট্টগ্রামের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় মা ও তার কিশোর ছেলেকে খুনের ঘটনার প্রধান আসামি ফারুককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চাঞ্চল্যকর এই খুনের আসামিকে গ্রেপ্তারের তথ্য র‌্যাব-৭ এর গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, চান্দগাঁও থানা এলাকার চাঞ্চল্যকর মা-ছেলে খুনের প্রধান অভিযুক্ত আসামি ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ আগস্ট মা গুলনাহার বেগম এবং তার ছেলে রিফাতকে (৯) হত্যার পর থেকে ফারুক পলাতক ছিলেন। পুলিশ ও র‌্যাব তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিলো। বৃহস্পতিবার নগরীতে ফারুকের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব অভিযান চালায়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।

উল্লেখ্য, নিহত গুলনাহার বেগমের পাতানো ভাই ছিলেন ফারুক। আর্থিক লেনদেনের বিরোধের জের ধরে গুলনাহার বেগম ও তার ছেলেকে খুন করে ফারুক পালিয়ে যান বলে অভিযোগ করেন নিহতের মেয়ে গার্মেন্টসকর্মী ময়ুরী।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়