ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রীপুরে ছিনতাই মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:৫৯, ১ অক্টোবর ২০২০
শ্রীপুরে ছিনতাই মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকিরকে (৪৩) ছিনতাই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার লিয়াকত ফকিরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিষয়টি জানিয়েছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) জাহাঙ্গীর আলম।

এর আগে বুধবার রাতে লিয়াকত ফকিরকে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ বাড়ি থেকে গ্রেপ্তার করে গাজীপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এসআই  জাহাঙ্গীর আলম জানান, ৯ আগস্ট মাওনা চৌরাস্তার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে মুলাইদের ব্লু-প্লানেট নীটওয়্যার লিমিটেডের ফ্রেবিক্সবাহী গাড়ি কয়েকজন যুবক ছিনতাই করেন। পরে এই ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়। এরপর এই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তারা লিয়াকত ফকিরকে এ ঘটনার হোতা বলে উল্লেখ করেন। এর প্রেক্ষিতে গতকাল রাতে লিয়াকত ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর রাতেই গ্রেপ্তার লিয়াকত ফকিরকে শ্রীপুর থানায় সোপর্দ করে ডিবি পুলিশ।

আজ দুপুরে তাকে অদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওই কর্মকর্তা।

গাজীপুর/হাসমত/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়