ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ পাবে ১ লাখ ৭১ হাজার শিশু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ১ অক্টোবর ২০২০  
গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ পাবে ১ লাখ ৭১ হাজার শিশু

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন গোপালগঞ্জে ১ লাখ ৭০ হাজার ৯৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, আগামী ৪ অক্টোবর থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৪০৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন ১৭ অক্টোবর পযর্ন্ত চলবে। 

জেলায় ১ হাজার ৭১১টি কেন্দ্রে ২১২ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৪ হাজার ৬১ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।  দুই সপ্তাহে ৪ দিন করে মোট ৮ দিন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

সভায় ডা. এসএম সাকিবুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাদল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়