Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০২ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৮ ১৪২৮ ||  ২৫ রবিউস সানি ১৪৪৩

বিজয়নগরে ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৬, ২ অক্টোবর ২০২০   আপডেট: ০০:২৪, ২ অক্টোবর ২০২০
বিজয়নগরে ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় শফিকুল ইসলাম (৩৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার বুধন্তি ইউপির কেনা গ্রামের জহির মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর নামক স্থানে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে মোটর সাইকেল আরোহী শফিক মারা যান। নিহত শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বেসরকারি সংস্থা আশায় কর্মরত ছিলেন। তিনি সন্ধ্যায় নিজ বাড়ি জেলার নবীনগর থেকে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউপির কেনা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন।

বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে আশায় কর্মরত শফিকুল জেলার নবীনগর থেকে নিজ বাড়ি ফেরার সময় ঢাকাগামী ট্রাকের চাপায় পড়ে নিহত হন। তবে তাৎক্ষনিকভাবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

রুবেল/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়