ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হুইল চেয়ারের জন‌্য প্রতিবন্ধী অহিদের আকুতি 

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৩ অক্টোবর ২০২০   আপডেট: ১২:২২, ৪ অক্টোবর ২০২০
হুইল চেয়ারের জন‌্য প্রতিবন্ধী অহিদের আকুতি 

জন্ম থেকেই অহিদ আলী (২৫) প্রতিবন্ধী। হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে তিনি। তার বাবা নাই।

পাঁচ ভাইবোনের সংসারে তার আরেক ভাইও আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ। তিনিও ঘরে পরে আছেন।

শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও জীবন চালাতে বাধ‌্য হয়েই অহিদ আলীকে প্রতিদিন রাস্তায় বের হতে হয়। তিনি হবিগঞ্জ সদর উপজেলা ও শায়েস্তাগঞ্জ পৌরশহরসহ জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভিক্ষা করেন। একাজে তাকে সহায়তা করেন তার বৃদ্ধা মা।

অহিদের বৃদ্ধা মা ফুল চাঁন বলেন, ‘ আমার স্বামী নেই,  মারা গেছেন অনেক আগে। আমার পাঁচ ছেলেমেয়ের মধ‌্যে অহিদ প্রতিবন্ধী।  আরেক ছেলে সফর আলী (৩৫) দুর্ঘটনার শিকার হয়ে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে।  আমার সংসারে আয়-রোজগার করার জন‌্য আর কেউ নেই।  তাই এই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে পথে নামতে হয়।  কিন্তু বয়সের ভারে যেখানে আমার চলাই কঠিন সেখানে এতো বড় প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আমার চলতে খুব কষ্ট হয়। ছেলের যদি একটা হুইল চেয়ার থাকতো তাহলে আমার এই কষ্ট একটু লাঘব হতো।’ 

প্রতিবন্ধী অহিদ আলী বলেন, ‘ বাবা বসত ঘর ছাড়া আমাদের জন‌্য আর কিছু রেখে যাননি।  সংসারে আয় করার মতো আর কেউ নেই বলে শারীরিক অক্ষমতা নিয়ে আমাকেই রাস্তায় নামতে হয়। প্রতিদিন যা পাই তা দিয়ে কোনো রকমে খেয়ে পরে বেঁচে আছি।  আমার নিজের চলার ক্ষমতা নেই। মায়ের সাহায‌্য নিয়ে চলি। কিন্তু মায়েরও বয়স হয়েছে। তিনি আমাকে নিয়ে আগের মতো চলতে পারেন না। আমার চলাচলের জন‌্য একটা হুইল চেয়ার দরকার। কোনো সহৃদয় ব‌্যক্তি যদি এ ব‌্যাপারে আমাকে সহায়তা করেন, তাহলে সারাজীবন তার জন‌্য কৃতজ্ঞ থাকতাম।’

তাই সরকারসহ হৃদয়বান মানুষের কাছে একটি হুইল চেয়ার ও আর্থিক অনুদান কামনা করেছেন তিনি। 

হবিগঞ্জ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়