ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ৩ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:১২, ৩ অক্টোবর ২০২০
ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

দেশে একের পর এক ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ‘মানুষ মানুষের জন্য’ নামের একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে শরণখোলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক নারী নির্যাতন হচ্ছে। সাভারের নীলা রায়কে হত্যা, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ও সিলেট এমসি কলেজে গৃহবধূকে দল বেধে ধর্ষণ পশুদেরও হার মানিয়েছে। পথেঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছেন। কোভিড-১৯ মধ‌্যেও নরপশুরা হিংস্র হয়ে উঠেছে। আমরা এসব ন্যাক্কারজনক কাজের তীব্র প্রতিবাদ জানাই।  মানববন্ধনে ধর্ষণ ও নারী নির্যাতনের সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন— ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উপনাট্য বিতর্ক বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম গাজী, মানুষ মানুষের জন্য সংগঠনের আহবায়ক মো. আব্দুল্লাহ আল নোমান, সদস্য মো. শফিকুল ইসলাম, মো.  ইমন হোসেন, জান্নাতুল বুশরা, রাখি রানী হালদার, মো. ওবায়দুল ইসলাম, মো. জহিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে শরণখোলা সরকারি কলেজের অসংখ্য শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

টুটুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়