ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ৪ অক্টোবর ২০২০   আপডেট: ২১:২৪, ৪ অক্টোবর ২০২০
চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় ভেজালপণ্য উৎপাদন, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (৪ অক্টোবর) দিনব্যাপি বিএসটিআইর (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) সহায়তায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, বাকলিয়া থানার নয়ামসজিদ এলাকার রুসা ড্রিংকিং ওয়াটার নামক নিরাপদ পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার অপরাধে ১ লাখ টাকা ও পানি দূষিত হওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, একই এলাকার হোসেন ফুড অ্যান্ড কোম্পানিকে বিএসটিআইর অনুমোদন ছাড়া খাদ্য উৎপাদন করার অপরাধে ১ লাখ, ওজনে কম দেওয়ায় ১ লাখ ৫ হাজার টাকা, ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা ও নিরাপদ খাদ্য আইনে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, আওসাফ অয়েল মিলস নামক অপর একটি প্রতিষ্ঠানকে ওজনে কম দেওয়ার অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা ও পণ্যে ভেজাল থাকায় ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে যেন এমন অপরাধ না করে সেইজন্য সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়