ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গাজীপুরে ৩৫টি ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ৫ অক্টোবর ২০২০   আপডেট: ২২:৩০, ৫ অক্টোবর ২০২০
গাজীপুরে ৩৫টি ঘর পুড়ে ছাই

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার একটি কলোনীতে আগুন লেগে ৩৫টির বেশি ঘর ও মালামাল পুড়ে গেছে। 

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. হামিদ মিয়া এ তথ‌্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে হামিদ মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোগড়া তালতলা এলাকার আব্দুল মান্নান সরকারের কলোনীর একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। 

আগুন নেভাতে ব্যর্থ হয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই কলোনীর ৩৫টির বেশি ঘর এবং ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

হাসমত/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়