ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

টেকনাফে অস্ত্রসহ ৯ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৬ অক্টোবর ২০২০  
টেকনাফে অস্ত্রসহ ৯ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্রসহ ৯ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার চাকমারকুল এলাকায় অভিযানে তাদের আটক করা হয়।

কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গত কয়েকদিন ধরে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি ও সংঘর্ষ চলছিল। তখন গুলিতে তিন রোহিঙ্গা মারা যায়। এর প্রেক্ষিতে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে রোহিঙ্গা ডাকাতরা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবও তাদের ধরতে অভিযান অব্যাহত রাখে। এক পর্যায়ে আজ সকালে টেকনাফের চাকমারকুল পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয়।

আটক ডাকাতদের কাছ থেকে দেশীয় তৈরি চারটি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি ও কিছু কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা। মেজর মেহেদী হাসান জানান, আটক নয়জনই রোহিঙ্গা ডাকাত। তাদের আইনি প্রক্রিয়া শেষে থানায় সোপর্দ করা হবে।

 

রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়