RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৬ জানুয়ারি ২০২১ ||  মাঘ ২ ১৪২৭ ||  ০১ জমাদিউস সানি ১৪৪২

সারাদেশে ধর্ষণ বন্ধের দাবিতে বান্দরবানে মৌন প্রতিবাদ 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ৭ অক্টোবর ২০২০  
সারাদেশে ধর্ষণ বন্ধের দাবিতে বান্দরবানে মৌন প্রতিবাদ 

ধর্ষকের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবান পার্বত্য জেলায় মৌন প্রতিবাদ জানিয়েছে সন্মিলিত নাগরিক সমাজ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও দুর্বার নামে তিনটি সংগঠন।

বুধবার (৭ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে এবং বিভিন্ন ফেস্টুন হাতে বিভিন্ন বয়সের নারীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় নারীনেত্রীরা জানান, বিচারহীনতার সংস্কৃতি, আইনের শাসনের অভাবের কারণে দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ হচ্ছে না। এছাড়াও মূল্যবোধ, বিচারকার্যে রাজনৈতিক অভাব, আকাশ-সংস্কৃতির বিস্তারের কারণে এ ধরণের অপরাধ প্রবণতা বাড়াচ্ছে।

এসময় তারা ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

মৌন প্রতিবাদে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি নারী নেত্রী ডনাই প্রু নেলী, পৌর কাউন্সিলর থুইসিং প্রু লুবু, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যাসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাসু দাশ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়