ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে : ডিআইজি 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ৭ অক্টোবর ২০২০   আপডেট: ২০:৪০, ৭ অক্টোবর ২০২০
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে : ডিআইজি 

ডিআইজি মো. আনোয়ার হোসেন

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি ‘শান্ত’ ও ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এই ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়। আহত হয় অন্তত ২০ জন। এরপর ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়।

ডিআইজি বলেন, তবে ক্যাম্পে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে চারজন নিহতের পর থেকে যৌথবাহিনী ক্যাম্পে টহল দিচ্ছে। ক্যাম্পে আইনশৃংখলা রক্ষায় যা যা করণীয়, তা করা হবে বলে জানান তিনি। 

ডিআইজি মো. আনোয়ার হোসেন বিকেল ৪টার দিকে কুতুপালং লম্বাশিয়া ১নম্বর ক্যাম্পে পৌঁছান। পরে সেখানকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। 

গত কয়েকদিন ধরে এই রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘাত-সংঘর্ষে উদ্ভূত পরিস্থিতিতে ডিআইজি সেখানে পরিদর্শনে গেলেন। 

এদিকে, সংঘর্ষে নিহত চারজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উখিয়া থানার পুলিশ। 
 

রুবেল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়