ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কক্সবাজারে ডাকাতের গুলিতে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৮ অক্টোবর ২০২০   আপডেট: ১৯:২৯, ৮ অক্টোবর ২০২০
কক্সবাজারে ডাকাতের গুলিতে নিহত ১

ফাইল ছবি

কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে একজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টায় ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার হিমছড়ি ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল হালিম।

নিহত জনি দে (১৮) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়ার তপন দে’র ছেলে।

পরিদর্শক আব্দুল হালিম জানান, কক্সবাজার সদরের ঈদগাঁও স্টেশন থেকে জনি দে ব‌্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। গাড়িটি ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার হিমছড়ি ঢালা এলাকায় পৌঁছলে ডাকাত দল গতিরোধ করার চেষ্টা চালায়।

এসময় গাড়িটি দ্রুতবেগে বাঁধা অতিক্রম করতে চাইলে ডাকাত তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে জনি দে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাঁও স্টেশনের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ‌্য, জনি দে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। তার মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সে চট্টগ্রাম অঞ্চলে আঞ্চলিক গানের জনপ্রিয় একজন শিল্পী ছিল।

রুবেল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়