ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ৯ অক্টোবর ২০২০  
চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে

চট্টগ্রাম মহানগরী এবং জেলায় গত মার্চ মাস থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪২৭ জন।

এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এ পর্যন্ত করোনায় মারা গেছে ২৯২ জন।

মৃত্যুর সংখ্যায় মহানগরী এলাকায় মারা গেছে ১৯৯ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় মারা গেছে ৯৩ জন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যে জানা যায়, চট্টগ্রাম ও কক্সবাজারের পিসিআর ল্যাবসমূহে সর্বমোট ১০৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৭৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৮০টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ২১ জন, বিআইটিআইডিতে ২৯ জন, চমেক ল্যাবে ৩৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। 
এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৯টি নমুনা পরীক্ষা করে ৮ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫২টি নমুনা পরীক্ষা করে ৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষা করে একজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে একজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

অন্যদিকে, কক্সবাজার মেডিক‌্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়