ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নির্বাচনী সুষ্ঠু পরিবেশের দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ১২ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:২৩, ১২ অক্টোবর ২০২০
নির্বাচনী সুষ্ঠু পরিবেশের দাবিতে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

নওগাঁ-৬ আসনে হুমকি হামলা হয়রানি বন্ধসহ নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ধানের শীষের প্রার্থী রেজাউল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত সংবাদ সম্মেলনে রেজাউল ইসলাম অভিযোগ করেন, প্রচারণা শুরুর পর থেকেই হুমকি ও হামলার ভয়-ভীতি দেখিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছেন প্রতিপক্ষের সমর্থক গোষ্ঠী।  এ বিষয়ে এখন পর্যন্ত রিটার্নিং অফিসার বরাবর প্রায় ৪৫টি অভিযোগ দেওয়ার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।  উপরন্তু বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ নেতাকর্মীরা বিনা উস্কানিতে হামলা চালিয়ে এ পর্যন্ত প্রায় অর্ধশত জনকে আহত করা হয়েছে।  বিএনপি নেতা কর্মীদের বিভিন্নভাবে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি প্রদান করা হচ্ছে।  এখানে নির্বাচনের সুষ্ঠু কোনো পরিবেশ নাই।  দ্রুত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা লে. কর্ণেল (অব.) আব্দুল লতিফ খান, জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক অ্যাড. এবিএম রফিকুল ইসলাম, নাসির উদ্দিনসহ বিএনপির নেতাকর্মীরা।

সাজু/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়