ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৩ কেজির ইলিশ! 

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১৩ অক্টোবর ২০২০   আপডেট: ১৩:১০, ১৩ অক্টোবর ২০২০
৩ কেজির ইলিশ! 

মৌসুমে উপকূলীয় এলাকার বাজার ইলিশে সয়লাব থাকে। ধরাও পড়ে বিভিন্ন আকারের ইলিশ। এক/দেড় কেজির ইলিশও প্রচুর দেখা যায়। তবে দুই কেজি ওজনের ইলিশ মাছ কদাচিৎ দেখা মেলে। কিন্তু এবার বাগেরহাটের সামুদ্রিক মাছ ক্রয়-বিক্রয়ের পাইকারি আড়ত কেবি বাজারে দেখা গেল প্রায় ৩ কেজি ওজনের ইলিশ। সেটি বিক্রিও হয়েছে ১৮০০ টাকা কেজি ধরে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাগেরহাট শহরের কেবি বাজারের আবেদ আলীর আড়তে ইলিশটি বিক্রির জন্য ওঠে। বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরাপড়া ২ কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশটি শহরের বাসিন্দা শ্রমিকলীগ নেতা রেজাউর রহমান মন্টু ৫ হাজার ৩০০ টাকায় ক্রয় করেন।

 

সেখানকার জেলেরা বলেন, এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ তারা সচরাচর পেয়ে থাকেন। দুই কেজির ওপরের ইলিশ খুবই কম পাওয়া যায়। আর ২ কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশ কালেভদ্রে ধরা পড়ে। 

রেজাউর রহমান মন্টু বলেন, অনেকে মাছটির দাম বলেছেন, তিনি শেষ পর্যন্ত ৫ হাজার ৩০০ টাকায় কিনেছেন। কেনার পর মেপে দেখেন ২ কেজি ৯০০ গ্রাম। এত বড় ইলিশ তিনি গত ২০ বছরে দেখেননি বলে জানান।
 

টুটুল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়