ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইলিশ ধরতে নিষেধাজ্ঞা, সাগরে টাস্কফোর্সের অভিযান

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১৪ অক্টোবর ২০২০  
ইলিশ ধরতে নিষেধাজ্ঞা, সাগরে টাস্কফোর্সের অভিযান

ইলিশের প্রজনন মৌসুমে সব ধরনের মৎস্য আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা বুধবার (১৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে। নিষেধাজ্ঞা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। 

নিষেধাজ্ঞা জারির প্রথম দিনেই কক্সবাজারে অভিযান পরিচালনা করেছে জেলা টাস্কফোর্স কমিটি। বুধবার (১৪ অক্টোর) বেলা ১১টা থেকে শহরের বাঁকখালী নদী, বঙ্গোপসাগরের মহেশখালীর মোহনা ও নাজিরারটেক পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মাছ ধরার ট্রলারে তল্লাশি চালানো হয় এবং জেলেদের লিফলেট বিতরণসহ নানা পরামর্শ দেওয়া হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা এসএম খালেকুজ্জামানের নেতৃত্বে অভিযানে কোস্টগার্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা ও নৌ-পুলিশ অংশ নেন। 

জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান বলেন, কুতুবদিয়ার গন্ডামারা পয়েন্ট থেকে সেন্টমার্টিন পর্যন্ত প্রতিটি স্থানে মৎস্য অধিদপ্তরের সহায়তায় উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ অভিযান পরিচালিত হচ্ছে। সাগর, নদী, অবতরণ কেন্দ্র ও বাজারে এই অভিযান চলছে। আর জেলেরাও সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। বিশেষ করে, দেখা যাচ্ছে উপকূলে প্রায় শতভাগ মাছ ধরার ছোট-বড় ট্রলার ফিরে এসেছে। সুতরাং, মা ইলিশ সংরক্ষণে এবার শতভাগ সফল হবে বলে আশা করছি। 

অভিযান আগামী ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান।

সুজাউদ্দিন রুবেল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়