ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হবিগঞ্জে সায়হাম কটন মিলে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৫ অক্টোবর ২০২০   আপডেট: ১২:১৫, ১৫ অক্টোবর ২০২০
হবিগঞ্জে সায়হাম কটন মিলে আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সায়হাম কটন ও ফয়সল স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লেগেছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১২টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি জানান, সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। তুলার বিশাল স্তুপের ভেতরে আগুন ছড়িয়ে পড়েছে। তাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। 

সায়হাম কটন মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার আমিনুর রহমান বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। রাতে আগুন লেগেছে এখনও নিয়ন্ত্রণে আসেনি। কটন মিলে  প্রায় ১০০ কোটি টাকা মূল্যের তুলা ছিল। আগুনে তা পুড়ে গেছে বলে মনে হচ্ছে।’

মামুন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়