ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যমুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জেলের কারাদণ্ড

টাঙ্গাইল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৬ অক্টোবর ২০২০  
যমুনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জেলের কারাদণ্ড

মা ইলিশ রক্ষায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যমুনা নদীতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এই অভিযানে তিন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

ইলিশ মাছ বৃদ্ধি করার লক্ষ্যে মা ইলিশ রক্ষায় গত ১৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য দেশের নদী-সমুদ্রে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। 

নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মসরুরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা, নাগরপুর থানা পুলিশ ও নৌপুলিশের সদস্যরা।  

ম্যাজিস্ট্রেট তারিন মসরুর জানান, অভিযানের প্রথম দিনেই মা ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটক করা হয়। সরকারি আদেশ অমান্য করে মাছ ধরার অপরাধে প্রত্যেক জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

তিনি আরও জানান, অভিযানে নতুন ও পুরাতন মিলিয়ে দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সেই জাল নদীর পাড়ে এনে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলমান থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট তারিন মসরুর।
 

কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়