ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পুকুর খুঁড়তেই বেরিয়ে এলো বিমানের ধ্বংসাবশেষ

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১৭ অক্টোবর ২০২০   আপডেট: ১২:০০, ১৮ অক্টোবর ২০২০
পুকুর খুঁড়তেই বেরিয়ে এলো বিমানের ধ্বংসাবশেষ

পুকুর খুঁড়তে গিয়ে একটি বিমানের ধ্বংসাবশেষ বেরিয়ে এসেছে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িদাহ গ্রামে।
ওই গ্রামের রেজাউল ইসলামের বাড়িতে একটি পুকুরের মাটির নিচ থেকে বিমানের ধ্বংসাবশেষগুলো পাওয়া যায়। 

শনিবার (১৭ অক্টোবর) সকালে ঘটনাস্থল থেকে বিমানের একটি ফুয়েল বার্নিংসহ বেশ কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের চারপাশ চিহ্নিত করে রাখা হয়েছে।

খবর পেয়ে বিমান বাহিনীসহ ফায়ার ব্রিগেড এবং পুলিশও উদ্ধারকাজে অংশ নেয়।

স্থানীয়রা জানান, রেজাউল ইসলামের পুকুর খননের কাজ চলছিল। হঠাৎ সেখান থেকে লোহা জাতীয় কিছু একটা বেরিয়ে আসে। সেটি দেখতে পেয়ে রেজাউল প্রশাসনে খবর দেয়। 

স্থানীয়দের ধারণা, বিমানের ধ্বংসাবশেষটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের হতে পারে। তবে এ বিষয়ে বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, ‘আমরা জায়গাটি চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরকে বুঝিয়ে দিয়েছি। বিমান বাহিনীর উদ্ধার তৎপরতা এখনো চলমান আছে।’

লালমনিরহাট বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদুল হাসান মাসুদ বলেন, ‘উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আমরা বিমানের বেশকিছু অংশের জিনিসপত্র পেয়েছি। এসব পরীক্ষা-নিরীক্ষা না করে এই মুহূর্তে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়।’

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘পুলিশ ও বিমান বাহিনীর মাধ্যমে বিষয়টি জেনেছি। উদ্ধার কাজে সহায়তার জন্য নেজারত ডেপুটি কালেক্টর টিএম রাহসান কবিরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো।’

তিনি আরও বলেন, ‘বিমানের ধ্বংসাবশেষ গুলো উদ্ধারের পর সেগুলো জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হলে সেগুলো জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। তবে বিমান বাহিনীও সেগুলো নিয়ে যেতে পারে।’

ফারুক আলম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়