ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শতভাগ বিদ্যুতায়নের আওতায় খুলনা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ১৮ অক্টোবর ২০২০  
শতভাগ বিদ্যুতায়নের আওতায় খুলনা

শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে খুলনা জেলা। গত সেপ্টেম্বর মাসে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় পাইকগাছা, কয়রা ও দাকোপ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে জেলার নয় উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ভার্চুয়াল সভায় খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলতাফ হোসেন এ তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এতে সভাপতিত্ব করেন।

সভায় করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ধাক্কা মোকাবিলার সক্ষমতা অর্জনে সব উপজেলায় অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপনে জরুরি পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খুলনা জেলায় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র সঞ্চয়ী ও খামারিদের মধ্যে অতিরিক্ত ৩ কোটি ৪৪ লাখ টাকা ঋণ বিতরণের কার্যক্রম চলছে।

টেকসই উন্নয়ন লক্ষ‌্যমাত্রার (এসডিজি) আলোকে সব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান সব দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন‌্যান‌্য সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশ নেন।

খুলনা/নূরুজ্জামান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়