RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৫ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১১ ১৪২৭ ||  ০৮ রবিউস সানি ১৪৪২

শায়েস্তাগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত 

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৯ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:৪০, ১৯ অক্টোবর ২০২০
শায়েস্তাগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত 

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে মিতালী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক আজমান মিয়া (২৫) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শায়েস্তাগঞ্জের উলুকান্দি নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন।

নিহত মাইক্রোবাসের চালক আজমান মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের বাসিন্দা। আহত ১০ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

এসআই জাকির হোসেন জানান, আজ দুপুরে শায়েস্তাগঞ্জে ঢাকাগামী মিতালী পরিবহনের এক বাস ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

সেখানে আজমান মিয়াকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আহতরা ওই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বাস ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে এবং মরদেহ হাসপাতালে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মামুন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়