ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিবচর উপজেলা পরিষদের উপ-নির্বাচন মঙ্গলবার

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ১৯ অক্টোবর ২০২০  
শিবচর উপজেলা পরিষদের উপ-নির্বাচন মঙ্গলবার

মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম‌্যান পদে আগামীকাল (২০ অক্টোবর) উপ-নির্বাচন হবে।

উপ-নির্বাচন উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন‌্যান‌্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল লতিফ মোল্লা ও বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী।

শিবচর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ২ লাখ ৬৪ হাজার ৫০০ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৮৯০ জন ও নারী ১ লাখ ২৬ হাজার ৬০৫ জন। ১০১টি ভোট কেন্দ্রের ৫১৩টি কক্ষে ভোট গ্রহণ করা হবে।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান বলেছেন, ‘আমরা ইতোমধ‌্যে শিবচর উপজেলা পরিষদ উপ-নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নিয়েছি। নির্বাচন উপলক্ষে বিজিবি, ব্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে।’

উল্লেখ‌্য, গত ১০ জুন শামসুদ্দিন খানের মৃত্যুতে শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য হয়।

বেলাল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়