ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফেনীর শিপন হত্যা: আসামি বাবা ও মেয়ে গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ১৯ অক্টোবর ২০২০   আপডেট: ১৯:৩৫, ১৯ অক্টোবর ২০২০
ফেনীর শিপন হত্যা: আসামি বাবা ও মেয়ে গ্রেপ্তার

ফেনীর সদর উপজেলার রুহিতিয়া গ্রামের সালমান হোসেন শিপন হত্যা মামলায় ওই গ্রামের আবুল হাসেম ও তার মেয়ে ফারহানা আক্তার সুমিকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এই হত্যার ঘটনায় নিহতের মা সেলিনা আক্তার বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেছেন।  

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সাইফুল ইসলাম জানান, সুমি ও তার বাবা হাসেমকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়। পরে নিহতের মা তাদের নামে মামলা দায়ের করলে গ্রেপ্তার দেখানো হয়। কী কারণে হত্যা করা হয়েছে, সেই তথ্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। 

নিহতের নানা আবুল কাসেম জানান, হত্যা মামলায় শিপনের প্রেমিকা সুমি, সুমির বাবা হাসেম, মা রোকেয়া বেগম, শিপনের বন্ধু তৌহিদ, সজিব, আসিফ ও আবদুল কাদেরকে আসামি করা হয়েছে। 

রোববার (১৮ অক্টোবর) সকালে রুহিতিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির পাশ থেকে শিপনের লাশ উদ্ধার করে পুলিশ। 

শিপন রুহিতিয়া গ্রামের হাজী বাড়ির মৃত শহিদুল ইসলাম মনু মিয়ার ছেলে। তিনি ঢাকায় স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। গত শুক্রবার তিনি বাড়িতে আসেন। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার দুই হাতের রগ কাটা ছিল। বাম চোখ ছিল উপড়ানো।
 

সৌরভ/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়