ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হবিগঞ্জ-সিলেটসহ আঞ্চলিক সড়কে বাস ধর্মঘট

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২০ অক্টোবর ২০২০   আপডেট: ০৯:০৯, ২০ অক্টোবর ২০২০
হবিগঞ্জ-সিলেটসহ আঞ্চলিক সড়কে বাস ধর্মঘট

হবিগঞ্জ-সিলেট মহাসড়ক ও হবিগঞ্জ জেলার আঞ্চলিক সড়কে অনুমতি ছাড়া চলাচলকারী যানবাহন বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ বাস মালিক সমিতি এবং মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এতে প্রতিদিন জেলার ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে দাবি আদায়ের আগপর্যন্ত হবিগঞ্জ-সিলেটসহ জেলার আঞ্চলিক সড়কগুলোতে এই দুই সমিতির আওতাধীন বাস এবং মিনিবাসগুলো বন্ধ থাকবে।

জেলা বাস মালিক সমিতি জানায়, উচ্চ আদালতের আদেশ অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম), হিউমেন হলার, ইমা এবং নসিমন-করিমন চলাচল করছে। এছাড়া আঞ্চলিক সড়কগুলোতে প্রতিদিন হাজার হাজার অনুমতিবিহীন যানবাহন চলাচল করে। ফলশ্রুতিতে অর্থনৈতিকভাবে লোকসানের মুখে পড়ছেন বৈধ গাড়ির চালক ও মালিকরা। তাই অনুমতিহীন গাড়িগুলো বন্ধের দাবিতেই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, হবিগঞ্জ-সিলেট ও জেলার আঞ্চলিক সড়কগুলোতে প্রতিদিন তাদের সমিতির ২৭৮টি বাস চলাচল করে। একদিনে তারা যাত্রী পরিবহন করে থাকেন ২০ হাজারেরও অধিক। ধর্মঘট চলতে থাকলে মালিক-শ্রমিকরা দিনে ২ কোটি টাকার লোকসান গুনবেন। তারপরও অনুমতিহীন গাড়ি বন্ধ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট প্রত্যাহার করা হবে না।

তিনি আরও জানান, অগ্রিম টিকিট বিক্রি থাকার কারণে দুই দিন ঢাকা-হবিগঞ্জ রুটের বাসগুলো চলবে। এরপর থেকে তারাও পরিবহন ধর্মঘটে যোগ দেবেন। 
 

মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়