ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মৌলভীবাজার জেলা পরিষদে মিছবাহুর রহমান চেয়ারম্যান নির্বাচিত

মৌলভীবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২০ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:২৭, ২০ অক্টোবর ২০২০
মৌলভীবাজার জেলা পরিষদে মিছবাহুর রহমান চেয়ারম্যান নির্বাচিত

মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মিছবাহুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি চশমা প্রতীকে মোট ৯৪৪ ভোটের মধ‌্যে ৭৩২ পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এমএ রহিম শহিদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২০২ ভোট। তথ্যটি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় দুপুর ২টায়। মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচনে ১৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্ৰহণ শুরু হয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিছবাহুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এমএ রহিম। জেলার ১৫টি ভোট কেন্দ্রে ৯৪৪ জন ভোটার রয়েছেন। 

প্রসঙ্গত নির্বাচিত চেয়ারম্যান ও অপর সদস্যরা ভোট দিয়ে নির্বাচিত করেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিয়ে থাকেন। 

সাইফুল্লাহ/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়