ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জামালগঞ্জ উপনির্বাচনে আ. লীগ প্রার্থী বিজয়ী

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৮, ২০ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:২৭, ২১ অক্টোবর ২০২০
জামালগঞ্জ উপনির্বাচনে আ. লীগ প্রার্থী বিজয়ী

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নিবাচনে আওয়ামীলীগ প্রার্থী ইকবাল আল আজাদ ৩৭ হাজার ৩শ ২১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জামালগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্ট্রোল রুমে নির্বাচনে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

তার নিকটতম প্রতিদ্বন্দি ধানের শীষ প্রতিকে নূরুল হক আফিন্দি পেয়েছেন ১৬ হাজার ৮শ ৯০ ভোট। 
এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুম মাহমুদ তালুকদার আনারস প্রতিকে ৪ হাজার ৮শ ৫ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আলম মোহন ঘোড়া প্রতীকে এক হাজার ৩শ ৬১ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মারা যান। পরে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ঘোষনা দেয় নির্বাচন কমিশন। আজ নৌকা প্রতীকে তার বড় ছেলে ইকবাল আল আজাদ বিজয়ী হয়েছেন।

আল আমিন/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়