ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বান্দরবান সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত 

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২১ অক্টোবর ২০২০  
বান্দরবান সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. আদহাম (৩০) নামে এক রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছেন।

এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ভোরে সীমান্তের ৩৫ নম্বর পিলারের কাছে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ।

মো. আদহাম তুমব্রু কোনাপাড়া রোহিঙ্গা শিবিরের আবুল হাশেমের ছেলে।

অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু বাইশফাড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় ১০/১২ জনের একটি দলকে মিয়ানমার থেকে আসতে দেখে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। এসময় টহল দল তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলি করে। তখন অজ্ঞাতনামা ইয়াবা কারবারিরা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে মো. আদহামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

এরপর তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। 

বাসু/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়