ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যশোরে ৬২৮ মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৯, ২১ অক্টোবর ২০২০   আপডেট: ০০:৩০, ২২ অক্টোবর ২০২০
যশোরে ৬২৮ মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

যশোরে এবার আটটি উপজেলায় ৬২৮টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) স্থানীয় প্রেসক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের জেলা শাখার সভাপতি অসীম কুণ্ডু ও সাধারণ সম্পাদক যোগেশ দত্ত।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবার করোনা পরিস্থিতির কারণে আমরা পূজা করবো কিন্তু উৎসব থেকে বিরত থাকবো। জেলার আট উপজেলায় এবার ৬২৮টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও সকল রাজনৈতিক নেতা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের কর্মকর্তাদের পূজা মন্দির পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সব মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। তবে করোনা সংক্রমণ এড়ানোর জন্য প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে শোভাযাত্রা এবং বিসর্জন স্থল লালদীঘি পুকুরে সকল প্রকার অনুষ্ঠান বর্জন করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের জেলা শাখার সহ-সভাপতি দীপন রায় ও বিষ্ণু সাহা, কোষাধ্যক্ষ মৃণাল কান্তি দেসহ অন্যান্য কর্মকর্তারা।

রিটন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়