ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘সাতক্ষীরায় দ্রুত জাদুঘর স্থাপনের কাজ শুরু হবে’

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৮, ২২ অক্টোবর ২০২০   আপডেট: ১১:২০, ২২ অক্টোবর ২০২০
‘সাতক্ষীরায় দ্রুত জাদুঘর স্থাপনের কাজ শুরু হবে’

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সাতক্ষীরায় জাদুঘর স্থাপনের জন্য ইতিমধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। দ্রুতই জাদুঘর স্থাপনের কাজ শুরু করা হবে।

বুধবার (২১ অক্টোবর) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 
সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অবকাঠামোগত উন্নয়নসহ সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তারে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

সমাবেশে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ তার বক্তব্যে ‘পলাশী থেকে ধানমন্ডি’র ওপর নাটক নির্মাণ করে সারা দেশে প্রচারের অনুরোধ জানান। 

শাহীন গোলদার/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়