ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সিরাজগঞ্জের গ্রামীণ সড়কে হাজার তালবীজ রোপণ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২২ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:৩৭, ২২ অক্টোবর ২০২০
সিরাজগঞ্জের গ্রামীণ সড়কে হাজার তালবীজ রোপণ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বজ্রপাতের দুর্যোগ থেকে রেহাই পেতে স্বেচ্ছাসেবী তরুণদের উদ্যোগে গ্রামীণ সড়কে এক হাজার তালবীজ রোপণ করা হয়েছে।

গত ২ অক্টোবর থেকে শুরু করে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে কর্ণসূতি গ্রামের স্বেচ্ছাসেবী তরুণরা এই হাজার তালবীজ রোপণ করেন।  বৃহস্পতিবার সকালে উপজেলার জামতৈল-বড়কুড়া আঞ্চলিক সড়কে তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী আমিনুল ইসলাম, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া ও তালবীজ রোপণ কর্মসূচির প্রধান সমন্বয়ক রাজীব বাবু উপস্থিত ছিলেন।

অদিত্য রাসেল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়