ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৃষ্টিতে বিপর্যস্ত উপকূলের জনজীবন

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২২ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:৩৫, ২২ অক্টোবর ২০২০

দু’দিনের ভারী বৃষ্টিতে বরগুনাসহ উপকূলীয় এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকায় ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। পানি উঠেছে বসতঘরে। 

পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল ২১ অক্টোবর থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপকূলীয় এলাকায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের কারণে আরও দু’তিন দিন বৃষ্টি হতে পারে। 

এদিকে, বৃষ্টিতে পানি বেড়েছে বরগুনার পায়রা বলেশ্বর ও বিষখালী নদীতে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার লোক।

বরগুনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নিম্নচাপ ও ভারী বৃষ্টিতে দুই নদীতে তিন ফুট পানি বেড়েছে।

জেলা কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, আমনের মৌসুমে ধানে শীষ এসেছে। এমন সময় বৃষ্টিতে জেলার কয়েক লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া, শীতের আগাম সবজি চাষিরাও ক্ষতির মুখে পড়েছেন। 

রুদ্র রুহান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়