ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সমুদ্র উত্তাল, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পণ্য খালাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ২৩ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:৪৪, ২৩ অক্টোবর ২০২০
সমুদ্র উত্তাল, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পণ্য খালাস বন্ধ

সৃষ্ট নিম্নচাপের ফলে সাগর উত্তাল থাকায় এবং অব্যাহত বর্ষণের কারণে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। 

নৌযান শ্রমিকদের ধর্মঘটে দুইদিন পণ্য খালাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) আবার পণ্য খালাস শুরু হলেও আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিরূপ আবহাওয়ার কারণে তা আবার বন্ধ হয়ে গেছে।

সমুদ্র উত্তাল থাকায় লাইটার জাহাজসমূহ কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা হয়েছে।

শুক্রবার দুপুরে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ বলেন, প্রবল বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল রয়েছে।  এই অবস্থায় লাইটার জাহাজ দিয়ে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস অনিরাপদ।  ফলে আজ কেউ লাইটার জাহাজ ভাড়া নেয়নি।  লাইটার জাহাজগুলোও নিরাপদে নোঙর করে রাখা হয়েছে।

এদিকে চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের বহিঃনোঙরে প্রায় অর্ধশতাধিক জাহাজে গম, সয়াবিন, লবণ, পাথর, সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকারসহ বিভিন্ন ধরণের পণ্য রয়েছে।  এসব পণ্য খালাসের জন্য জাহাজগুলো অবস্থান করছে।  সাম্প্রতিক ধর্মঘট এবং চলমান বিরূপ আবহাওয়ার কারণে মাদার ভ্যাসেলসমূহের গড় অবস্থান দীর্ঘায়িত হচ্ছে।  এতে জরিমানা গুনতে হবে ব্যবসায়ীদের।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবার লাইটার জাহাজে পণ্য খালাস শুরু হবে বলে বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চট্টগ্রাম/রেজাউল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়