ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ২৩ অক্টোবর ২০২০  
ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। 

ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৮ অক্টোবর আমদানি-রপ্তানি যথারীতি শুরু হবে। 

তিনি বলেন, পূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি তিন দিনের ছুটির সঙ্গে তাদের সাপ্তাহিক ছুটি রোববার (২৫ অক্টোবর) এবং বাংলাদেশের সাপ্তাহিক ছুটি শুক্রবার (২৩ অক্টোবর) মিলে মোট পাঁচ দিন বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্টস কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়দেব সরকার। এক পত্রে তিনি এ তথ্য জানান।  

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ওসি বিশ্বজিৎ সরকার জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের জন্য অফিসিয়াল কার্যক্রম চলবে।
 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়