RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ২৩ অক্টোবর ২০২০  
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন

ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বেনাপোল স্থলবন্দর, কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তারা ভারতের পেট্রাপোল দিয়ে বেনাপোল স্থলবন্দরে এলে প্রশাসনিক কর্মকর্তারা ও বন্দরের ব্যবসায়ীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তারা বেনাপোল কাস্টমস হাউজ, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন, স্থলবন্দর অফিসসহ বিভিন্ন অফিস ঘুরে দেখেন।

পরে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের গতি বাড়ানোর লক্ষ্যে, কাস্টমস, বন্দর, সিএন্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় করেন বেনাপোল কাস্টমস হাউসের অডিটোরিয়ামে।

এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বেনাপোল কাস্টমসে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন প্রতিনিধিদল। কাস্টমস হাউজ অডিটোরিয়ামের সভায় হাইকমিশনার মোহাম্মদ ইমরান দুই দেশের বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ে বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। হাইকমিশনার সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট  অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ইন্দো বাংলা চেম্বার অব কর্মাসের পরিচালক মতিয়ার রহমান প্রমুখ। পরে প্রতিনিধিদল একই পথে ভারতে ফিরে যান।
 

রিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়