ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রংপুরে ‘আল্লাহর দল’-এর ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৪:৫৭, ২৪ অক্টোবর ২০২০
রংপুরে ‘আল্লাহর দল’-এর ৩ সদস্য গ্রেপ্তার

রংপুরে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ৩ সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রংপুর র‌্যাব-১৩’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পীরগঞ্জ নখারপাড়া এলাকার লুৎফর রহমান খন্দকারের ছেলে মো. রেজাউল করিম খন্দকার ওরফে করিম (৪৬), দারিয়াপুর এলাকার বেলাল মিয়ার ছেলে মো. সুলতান মাহমুদ (১৯) ও ধনাসগা এলাকার আব্দুল বারীর ছেলে মো. নূর আলম (২০)।

তাদেরকে গত বৃহস্পতিবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার সোটাপীর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, মো. রেজাউল করিম খন্দকার এসএসসি পাস, তিনি ফার্মেসির সঙ্গে জড়িত।  মো. সুলতান মাহমুদ এইচএসসি ১ম বর্ষের ছাত্র।  আর নুর আলম একজন ব্যবসায়ী।  তারা মতিন মেহেদীর কাছে বায়াত গ্রহণ করে দীর্ঘদিন ধরে এই জঙ্গি সংগঠনে সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে আসছেন।

গাইবান্ধার পলাশবাড়ির সন্ত্রাস বিরোধী একটি মামলার তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের এএসপি জানান।

রংপুর/নজরুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়