ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মুন্সীগঞ্জে নৌপুলিশের অভিযানে ইলিশ উদ্ধার 

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২৪ অক্টোবর ২০২০  
মুন্সীগঞ্জে নৌপুলিশের অভিযানে ইলিশ উদ্ধার 

মুন্সীগঞ্জের সদর উপজেলার আধারা ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে চর আব্দুল্লাহ্ নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন এ সব জানান। মো. ফারুক হোসেন জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌপুলিশ চরআব্দুল্লাহ্, কালিরচর, বকচরসহ নদী তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ মাছ উদ্ধার করেছে। 

পরে এ সব ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় বলে জানান তিনি। 

ইলিশ মাছের প্রজনন বৃদ্ধিতে গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন দেশের নদী-সমুদ্রে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা যারা অমান্য করছেন, তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। 

রতন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়