Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৫ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১০ ১৪২৮ ||  ১৩ জিলহজ ১৪৪২

সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ 

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ২১:২৩, ২৪ অক্টোবর ২০২০
সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে হাওরবেষ্টিত মিঠামইন উপজেলার কাটখাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের কাটখাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো. মাসুদ মিয়া জানান, দুপুরে রান্না করার সময় পাইপের লিক থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়লে বিস্ফোরণ ঘটে। এতে আবদুস সালামের স্ত্রী সিপাইনেছা, দুই ছেলে কামাল ও আনোয়ার, মেয়ে তাসলিমা, দুই নাতি উম্মে হাবিবা ও পারভীনসহ নয়জন দগ্ধ হয়।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভায় এবং দগ্ধদের উদ্ধার করে। আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপ-পরিদর্শক মো. মাসুদ মিয়া। 
 

রুম্মন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়