RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০১ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৭ ১৪২৭ ||  ১৪ রবিউস সানি ১৪৪২

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের ঢাকায় স্থানান্তর

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ২১:৩৩, ২৪ অক্টোবর ২০২০
কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের ঢাকায় স্থানান্তর

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া আটটায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সি অফিসার আবু বক্কর সিদ্দিক রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অবস্থা গুরুতর হওয়ায় রাতেই কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আট জনকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। 

তিনি আরও জানান, দগ্ধ নয় জনের মধ্যে অধিকাংশদের শরীরের ৭০ভাগ পুড়ে গেছে। আর শিশুদের ১০ ভাগ পুড়েছে। এখানে দগ্ধদের আলাদা কোন বার্ন ইউনিট না থাকায় তাদের সু-চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাবে। তাই আহতদের ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শুধুমাত্র আনোয়ার ইসলাম নামে এক শিশুকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

উল্লেখ‌্য, শনিবার দুপুরে রান্না করার সময় গ্যাস পাইপের লিক থেকে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়লে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এতে কাটখাল গ্রামের আবদুস সালামের স্ত্রী সিপাইনেছা, দুই ছেলে কামাল ও আনোয়ার, মেয়ে তাসলিমা, দুই নাতি উম্মে হাবিবা ও পারভিনসহ নয় জন অগ্নিদগ্ধ হয়।

রুমন চক্রবর্তী/সনি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়