ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুই যাত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৮, ২৫ অক্টোবর ২০২০   আপডেট: ০২:২৪, ২৫ অক্টোবর ২০২০
চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুই যাত্রী গ্রেফতার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। 

শনিবার রাতে বাংলাদেশ বিমানের দুবাইগামী নুর কামাল এবং ইমরান হোসাইন নামের দুই যাত্রীর কাছ থেকে এই বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার পরিমাণ বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪১ লাখ টাকা।

রাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা শাখার পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিমানে ওঠার আগ মুহুর্ত ডিপারচার লাউঞ্জ থেকে দুই যাত্রীকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে মধ্যপ্রাচ্যের কুয়েত, সৌদি আরব, ওমান আরব আমিরাতের বিপুল পরিমাণ মুদ্রা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মুদ্রার পরিমাণ প্রায় ৪১ লাখ টাকা। পরে দুই যাত্রীর পাসপোর্ট জব্দ করে বিমান থেকে অফলোড করে গ্রেপ্তার করে এনএসআই টিম। গ্রেপ্তারকৃতদের কাস্টমস গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রেজাউল/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়