RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১০ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

পদ্মা সেতুতে ৩৪তম স্প্যান বসানোর কাজ শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২৫ অক্টোবর ২০২০   আপডেট: ১০:৪৩, ২৫ অক্টোবর ২০২০
পদ্মা সেতুতে ৩৪তম স্প্যান বসানোর কাজ শুরু

পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। এতে সেতুর ৫ হাজার ১০০ মিটার দৃশ্যমান হবে।

রোববার (২৫ অক্টোবর) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর খুঁটিতে এই স্প্যানটি স্থাপন করা হচ্ছে। 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, সকাল ৭টা থেকে স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। 

৩৩তম স্প্যান বসানোর এক সপ্তাহের মধ্যে এই স্প্যানটি বসানো হচ্ছে। গত ১৯ অক্টোবর মাওয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর খুঁটির ওপর বসানো হয় ৩৩তম স্প্যান। সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে আর মাত্র বাকি রইল ৭টি স্প্যান। এ মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সেতু সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের আরও জানান, করোনাভাইরাস ও বন্যার কারণে স্প্যান বসানোর কার্যক্রম প্রায় চার মাস বন্ধ ছিল। সেতুর কাজ এখন দ্রুত চলছে। বর্তমানে পদ্মা নদীর স্রোত ও পানির গভীরতা অনুকূলে আসায় একের পর এক স্প্যান বসানোর কাজ চলছে।

রতন/ইভা/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়