ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ঝালকাঠিতে ৭ জেলের কারাদণ্ড

ঝালকাঠি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২৫ অক্টোবর ২০২০  
ঝালকাঠিতে ৭ জেলের কারাদণ্ড

সরকারি নিষেধাজ্ঞা অমান‌্য করে সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ মাছ ধরার কারণে ৭ জেলের এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতরাত থেকে রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা।

জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, সুগন্ধা নদীর নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে ইলিশ ধরার সময় জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ৭ জেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে নদী ও জেলেদের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৯টি মাছ ধরার নৌকা ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি আহমেদ হাছান গ্রেপ্তার জেলেদের এক বছর কারাদণ্ড প্রদান করেন।

জব্দ করা জালগুলো সুগন্ধা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়েছে ও জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অলোক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়